-কুমিল্লা বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কুমিল্লার রাজনৈতিক অঙ্গন,দীর্ঘদিন মাঠে না থাকা কর্মীরাও নতুন করে নতুন উদ্যমে সমাবেশের প্রচারে অংশ নিচ্ছেন।
২০ নভেম্বর রবিবার বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে প্রচারণার অংশ হিসেবে লালমাই উপজেলার বিভিন্ন স্থানে জনসংযোগ ও ব্যাপক শোডাউন করেছে বিএনপি।
কুমিল্লা ৯ নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বুধবার উপজেলার বিভিন্ন স্থানে পথসভা মিছিল ও শোডাউন করেছে বিএনপি নেতারা।
বুধবার সকালে প্রথমেই উপজেলার হাজতখোলা বাজারে বক্তব্যের মধ্যদিয়ে জনসংযোগ শুরু করেন মনিরুল হক চৌধুরী, পরে তার উপস্থিতে ভূচ্ছি বাজারের পথসভা এবং লিফলেট বিতরণ করেন এররপর গৈয়ারভাঙা বাজার ও যুক্তিখোলা বাজার পথসভায় বক্তব্য দেন মনিরুল হক চৌধুরীর।
পথসভায় মনিরুল হক চৌধুরী বলেন,
আ’লীগ সরকারের অপশাসন,দূর্নীতি বন্ধ সহ জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আগামী ২৬ তারিখ তারেখ রহমানের ডাকে দল মত নির্বিশেষে সকলে কুমিল্লা বিভাগীয় মহাসমাবেশে যোগ দিবেন।
এই সময় চৌধুরী ভূচ্ছিতে উপজেলা স্থানান্তরের দাবীর সাথে একাত্মতা প্রকাশ করেন।
এছাড়াও উপজেলার প্রেমনল বাজারে আয়োজিত পথ সভায় বক্তব্য দিয়ে ইছাপুরা হয়ে দরবেশপাড়া এবং আটিটি বাজার পথসভায় বক্তব্য দেয়ার মাধ্যমে জনসংযোগ শেষ করেন সাবেক এই সংসদ সদস্য।
এই সময় জনসংযোগে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দঃ উপজেলা(লালমাই সহ) বিএনপি নেতা এডভোকেট আক্তার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ওমর ফারুক সুমন , উপজেলা বিএনপি সিনিয়র সভাপতি আমান চেয়ারম্যান,যুবদল নেতা হাবিবুর রহমান হাফেজ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ উদ্দিন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মামুন, উপজেলা ছাত্রদল অভি ভূঁইয়া, কামরুল হাসান, ওবায়েদ, মহিন, অপু, নাফিজ প্রমুখ।