লালমাই এর ভুশ্চি বাজারে সরকারী সিন্ধান্ত অমান্য করে দোকান খোলা রাখায় ব্যবসায়ী ও ক্রেতাকে মোবাইল কোর্টে জরিমানা ও মুচলেকা দেয়া হয়।
১৯ই মে মঙ্গলবার লালমাই উপজেলার ভুশ্চি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারী সিন্ধান্ত অমান্য করে জনস্বাস্থ্যের ঝুঁকিপূর্ণ পরিবেশে কাপড়ের দোকান খোলা রাখায় হৃদয় কসমেটিকসকে ১০০০০ টাকা , মজুমদার গার্মেন্টসকে ২০০০ টাকা,
সি বি ফ্যাশনসকে ১০,০০০ টাকা জরিমানা এবং স্বাস্হ্যবিধি না মানায় কাপড় ক্রেতা মোসাম্মৎ শাহনাজ ও মোসাম্মৎ শিফনাকে ৫০০০ টাকা করে জরিমানা করা হয় ।
পরে ভুশ্চি কাচাবাজারে বিকাল চারটার পরে সরকারী নির্দেশ অমান্য করে মুরগির দোকান খোলা রাখায়
মো ফজলু মিয়াকে ১০০০০ টাকা,
উত্তর দৌলতপুরের মুদি দোকানদার রুবেল মিয়া ও মো কাউচারকে ৫০০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
যুক্তিখোলাবাজারে ইসলামিয়া কসমেটিক্সস ও ষ্টেশনারী দোকান খোলা রেখে দোকানদার পালিয়ে যাওয়ায় পরবর্তী অাইনি ব্যবস্হা নেয়ার জন্য লালমাই থানা পুলিশকে নির্দেশ দেয়া হয় ও দোকানটি সীলগালা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট
জনাব কে.এম.ইয়াসির অারাফাত।
প্রসিকিউশনে সহায়তা করেন লালমাই থানার ওসি জনাব মোহাম্মদ অাইয়ুব ও লালমাই থানা পুলিশ।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে এক গনবিজ্ঞপ্তিতে নিশ্চিতকরেন ইউএনওইয়াসিরআরাফা।
আরো পড়ুনঃ