-রুহুল আমিন ( লালমাই সদর)
গত কাল বৃহস্পতিবার ০৭ এপ্রিল২০২২ অনুমানিক দুপুর ২ টায় লালমাই উপজেলা পেরুল দক্ষিণ ইউনিয়ন গজারিয়া গ্রামে গোপন সংবাদের ভিক্তিতে কুমিল্লা জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালায়। অভিযান পরিচালনা করে মোমেনা খাতুন(৪০) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে ১০২ পিচ ইয়াবা, ১কেজি গাজাঁ এবং মাদক বিক্রির ৫৬৭০ টাকাসহ আটক করে। আটককৃত মোমেনা খাতুন গজারিয়া গ্রামের (সাত্তার মিয়ার বাড়ীর)জসিমে স্ত্রী।
অভিযানটি পরিচালনা করেন মাদক নিয়ন্ত্রণের অধিদপ্তরের উপপরিদর্শক রুপম কুমার পাল সঙ্গী ফোর্স পরে তাদের মাদকদ্রব নিয়ন্ত্রণ আইনে২০১৮/৩৬সরণির১০(ক)৩৬সরণি১০(ক)২৬ এর লালমাই থানার মাদক মামলা নাম্বার ০২ এর জেল হাজতে প্ররন করা হয়।