লালমাইয়ে এইবার রোপণকৃত গাঁজা গাছ সহ মাদক ব্যবসায়ী আটক

 

[ফাইল ফটো]

-রুহুল আমিন (লালমাই সদর)

কুমিল্লার লালমাই উপজেলার পেরুল ইউনিয়ন এর মাতাইনকোট গ্রাম থেকে গাঁজা চাষী ও মাদক ব্যবসায়ী আটক করেছে লালমাই থানা পুলিশ।

লালমাই উপজেলার মাতাইনকোট গ্রাম থেকে গোপন সংবাদের ভিক্তিতে রবিবার সন্ধায় অনুমানিক ৬ টায় অভিযান চালায় লালমাই থানা পুলিশ।

উদ্ধার করা গাছ

এইসময় অভিযান চালিয়ে ৩ টি রোপনকৃত গাঁজা গাছসহ এক ব্যাক্তিকে আটক করে লালমাই থানা পুলিশ।
রোপনকৃত গাঁজা গাছ উদ্ধার করে মামলার আলামত হিসাবে জব্দ করা হয়। মাদক ব্যবসায়ী হলেন মাতাইকোট দক্ষিণ পাড়া গ্রামের নুরুল ইসলাম ছেলে কবির হোসেন(৩৪)পুলিশ সূত্রে জানাযায় কবির হোসেন সে নিজে মাদক সেবন করে এবং ব্যবসা করেন। অভিযান পরিচালনা করেন এস আই জীবন ও এ এস আই আবু সালেহ সঙ্গী ফোর্স আজ কবির হোসেন কে মাদক মামলায় আদালতে প্রেরন করা হয়।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১