লালমাইয়ে এইবার ৯ ইউনিয়নের ১৫ পূজামণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব

-আজকের লালমাই ডেস্কঃ
শারদীয় দূর্গোৎসব -২০২০ উদযাপন উপলক্ষে লালমাই উপজেলা নির্বাহি অফিসার মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে আইনশৃংখলা পরিস্থতি সহ সার্বিক বিষয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও নজরুল ইসলাম বলেন, এ বছর লালমাই উপজেলার ৯ টি ইউনিয়নে ১৫ টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। তিনি কোভিড ১৯ এর সংক্রমণজনিত কারণে এবার সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে দূর্গাপূজা পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ আইউব ,উপজেলা পূজা উদযাপন পরিষেদর সভাপতি অমর কৃষ্ণ বণিক মানিক, সাধারণ সম্পাদক পুলিন ভৌমিক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক প্রদীপ মজুমদার প্রমুখ ।
এসময় পূজা উদযাপন পরিষদ লালমাইয়ের সহ- সভাপতি রতন দে, বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন রায় চৌধুরী, সুবাস চন্দ্র দাস সহ উপজেলার ৯টি ইউনিয়নের ১৫টি পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও থানা পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ সহ উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১