লালমাইয়ে করোনায় আরো এক নার্স ও ব্যাবসায়ী সহ আক্রান্ত ৬,সুস্থ ১

-নাফিউ জামান নাফিজঃ
কুমিল্লার লালমাই উপজেলায় নতুন করে আরও ২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৮ মে ২০২০ (বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কে. এম. ইয়াসির আরাফাত।
নতুন ২ জন নিয়ে লালমাই উপজেলায় ০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে করোনা শনাক্তদের মধ্যে লালমাই উপজেলার বাগমারা ২০ শয্যা হাসপাতালের নার্স এবং অন্য জন ৯নং বাকই উত্তর ইউনিয়নের জয়শ্রী গ্রামের কাপড় ব্যবসায়ী।
লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. ইয়াসির আরাফাত জানান,
গত ২৪ মে, ২০২০ তারিখে লালমাই উপজেলায় সংগৃহীত ১টি নমুনা ও লাকসামে সংগৃহীত ১টি নমুনা পরীক্ষার ফল পজিটিভ আসে। তাদের পুরো পরিবারকে লকডাউন করা হচ্ছে।
ঐ পরিবারকে কেউ বিব্রত করবেন না,প্লিজ!অাতংকিত হবেননা,প্যানিক সৃষ্টি করবেন না
তবে সবাইকে খুবই সাবধানে থাকতে হবে,স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে,অাপনার সাবধানতা অাপনিসহ সবার জন্য নিরাপত্তা।

গত ১৬ মে পূর্বে পাওয়া করোনা পজিটিভ দুই মাস বয়সী শিশু লামিয়ার ৩য় নমুনা নেগেটিভ এসেছে এবং তাকে সুস্থ ঘোষণা করেছে প্রশাসন।

অন্যদিকে গত ১৬ই মে উপজেলার অন্য এক শিশু করোনা পজিটিভ দুই বছর বয়সী নাবিলার বাড়ির সকল সদস্যের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছিল,এছাড়া গত ১৯ মে, ২০২০ তারিখে
লালমাই উপজেলায় সংগৃহীত ০১ টি নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ পাওয়া যায়।করোনাপজিটিভ ৫২ বছর বয়সী অালি অাহমেদ
৭নং বেলঘর উত্তর ইউনিয়নের বাসিন্দা ।
তিনি লালমাই এর চতুর্থ করোনাপজিটিভ রোগি।
তার পরিবার ও অাশেপাশের সব পরিবারকে লকডাউন করা হয়েছে।রোগি স্বাস্থ্য বিভাগের নিবিড় তদারকিতে হোম অাইশোলেশনে অাছেন।
উল্লেখ্য, লালমাই উপজেলায় সংগৃহীত ২০২ টি নমুনার মধ্যে ১৭৫ টির ফলাফল পাওয়া গেছে,
বাকিগুলো অপেক্ষমান রয়েছে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১