লালমাইয়ে করোনায় নতুন ০৪ জন সহ আক্রান্ত ৩৩

-আজকের লালমাই ডেস্কঃ-

-সময় যত যাচ্ছে লালমাই উপজেলায় করোনা পরিস্থিতি খারাপ হচ্ছে, উপজেলায় গত ১৬ই জুন,২০২০ তারিখে লালমাই উপজেলায় সংগৃহীত তেরোটি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে যাদের মধ্যে

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আয়াতুল্লাহ ও লালমাই থানা পুলিশের এক সদস্য সহ নতুন ৪ জন এবং পুরাতন ৪ জন নিয়ে উপজেলায়  আজ  আটজন করোনা শনাক্ত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,
উপজেলায় ২০ ই জুন প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী আটজন কোভিড১৯ পজিটিভ আক্রান্তদের মধ্যে চারজন আগে থেকেই পজিটিভ এবং বাকি চারজন নতুন করে করোনাপজিটিভ সনাক্ত হয়েছেন।

নতুন আক্রান্তদের বিস্তারিত পরিচয় প্রকাশের জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগের থেকে কোন তথ্য পাওয়া যায়নি।

পুরাতন চারজনের মধ্যে একজন দ্বিতীয় নমুনা পরীক্ষায় নিগেটিভ হলেও তৃতীয় নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ এসেছেন।
সব মিলিয়ে লালমাই উপজেলায় মোট আক্রান্ত হয়েছেন তেত্রিশ জন। বাকি ০৫ জন করোনানেগেটিভ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

করোনাপজিটিভ সনাক্ত ব্যক্তির বাড়ী লকডাউন করা হয়েছে,তারা উপজেলা স্বাস্থ্য বিভাগের নিবিড় তত্বাবধানে অাছেন।
এখন
লালমাই উপজেলায় সংগৃহীত মোট ৩৬১ টি নমুনার মধ্যে ৩২৫ জনের ফলাফল পাওয়া গেছে, বাকিদের রিপোর্ট অপেক্ষমাণ আছে। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী লালমাই উপজেলায় করোনাপজিটিভ সনাক্ত হয়েছেন ৩৩ জন। মৃত্যু সংখ্যা দুজন,সুস্থ হয়েছেন ০৬ জন।
লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত বলেন, স্বাস্থ্যবিধি মেনে না চললে
এটা যে কারো হতে পারে,অাতংকিত হবেন না,
স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলুন।
অন্যকেও মেনে চলতে পরামর্শ দিন।
সবাই ঘরের বাইরে বাধ্যতামূলক মাস্ক পরিধান করুন।নিরাপদে থাকুন।মহান অাল্লাহ অামাদের রহম করুন।

 

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১