লালমাইয়ে করোনায় নতুন ১জন শনাক্ত, মোট আক্রান্ত ১৭,শিশু নাবিলা সহ সুস্থ ৪

-আজকের লালমাই ডেস্কঃ-
লালমাই উপজেলায় ০১ জন করোনাপজিটিভ শনাক্ত হয়েছে,গত ৯জুন,২০২০ তারিখে লালমাই উপজেলায় সংগৃহীত আটটি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, যার মধ্যে ভূলইন উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের একজন কোভিড১৯ পজিটিভ হয়েছেন, বাকিরা নেগেটিভ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই উপজেলা নির্বাহি অফিসার কে এম ইয়াসির আরাফাত।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,
বড় চলুন্ডা গ্রামের কোভিড১৯ আক্রান্ত দুই বছরের শিশু নাবিলার পর পর দুটো নমুনা পরীক্ষার রিপোর্ট নিগেটিভ আসায় তাকে পুরোপুরি সুস্থ ঘোষণা করে তার বাড়ির লকডাউন প্রত্যাহার করার জন্য কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় থেকে উপজেলা প্রশাসনকে অনুরোধ করায় নাবিলার বাড়ি হতে লকডাউন প্রত্যাহার করা হলো।
এ নিয়ে লালমাই উপজেলায় মোট চারজন কোভিড১৯ মুক্ত হলেন।

লালমাই উপজেলায় সংগৃহীত মোট ৩২৮টি নমুনার মধ্যে ২৮০ জনের ফলাফল পাওয়া গেছে, বাকিদের রিপোর্ট অপেক্ষমাণ আছে।

এ নিয়ে লালমাই উপজেলায়
করোনাপজিটিভ সনাক্ত হয়েছেন ১৭ জন।
মৃত্যু সংখ্যা দুজন
সুস্থ হয়েছেন ০৪ জন।

ইউএনও ইয়াসির আরাফাত বলেন, করোনা ভাইরাসে কেউ অাতংকিত হবেন না,স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলুন।
অন্যকেও মেনে চলতে পরামর্শ দিন।সবাই ঘরের বাইরে বাধ্যতামূলক মাস্ক পরিধান করুন,নিরাপদে থাকুন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১