লালমাইয়ে করোনা আক্রান্ত  শিশু নাবিলা করোনা মুক্ত,বাড়ি থেকে লকডাউন প্রত্যাহার!

-নাফিউ জামান নাফিজ

গত ২৬ মে,২০২০ তারিখে লালমাই উপজেলার সংগৃহীত ছয়টি নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।আজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নভেল করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জনাব কে.এম.ইয়াসির আরাফাত।

প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বড় চলুন্ডা গ্রামের কোভিড-১৯ পজেটিভ দুই বছরের শিশু নাবিলার তৃতীয় নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।ফলে তার বাড়ির লকডাউন প্রত্যাহার করা হয়েছে।
অন্যদিকে, গৈয়ারভাঙ্গার কোভিড-১৯ পজেটিভ আলী আহমেদ এর দ্বিতীয় নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। ইতিপূর্বে তার পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষার ফলাফলও নেগেটিভ পাওয়া গেছে।

সবার জন্য শুভকামনা জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, আতংকিত না হয়ে সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান।

উল্লেখ্য, লালমাই উপজেলায় এখন পর্যন্ত ছয় (০৬) জন করোনা আক্রান্ত হয় এবং এক জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১