লালমাইয়ে কাকঁসার নবজাগরণ সংঘ’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

-মাসুদ রানা(বিশেষ প্রতিনিধি)
আজ ২৯শে অক্টোবর বৃহস্পতিবার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের শানিচোঁ বাজারে কাঁকসার নবজাগর সংঘ’র সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার,
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁকসার নবজাগরন সংঘ’র সভাপতি ইয়াছিন আরাফাত রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা তারিকুল ইসলাম, লালমাই উপজেলা আ’ লীগের সাংগঠনিক সম্পাদক আয়াতউল্যাহ, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার, সাধারন সম্পাদক কামাল হোসেন, দুর্বার সংগঠনের চেয়ারম্যান আরিফুর রহমান চৌধুরী, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ইকবাল আহম্মেদ ও সামাজিক সংগঠন মানবতার বন্ধনের সভাপতি সালমা আক্তার সাথী সহ অন্যান্য সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

এসময় প্রোগ্রামের সকল অতিথিদেরকে ফুল দিয়ে বরন করে নেন কাঁকসার নবজাগরন সংঘ’র সকল সদস্যবৃন্দ তাছাড়া, দেশের তৃতীয়তম রক্তদানকারী ১৭৮ বার রক্তদাতা ও ৫৬তম বার রক্তদাতা হিসেবে লালমাই প্রেস ক্লাবের সাধারন সম্পাদক কামাল হোসেনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অতিথিগণ বক্তব্যে বলেন, লালমাই উপজেলার সামাজিক সংগঠনগুলোর মধ্যে কাকঁসার নবজাগরণ সংঘ অন্যতম। তাছাড়া সকল সামাজিক সংগঠনগুলোকে এক হয়ে ধর্ষকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন এবং সামাজিক সকল ভাল কাজে সবাইকে এগিয়ে আসার গুরুত্ব ব্যক্ত করেন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১