-রুহুল আমিন (লালমাই কুমিল্লা)
গতকাল ১৮ নভেম্বর রোজ শুক্রবার বিকাল ৪ টায় পেরুল উত্তর ইউনিয়নে আলীশ্বর আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে পেরুল উত্তর ইউনিয়ন পরির্ষদ চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মতিন মোল্লা ও সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূইয়া সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াতুল্লাহ এবং ইউনিয়ন নেতৃবৃন্দ আলোচনা সভায় ইউনিয়ন পরির্ষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জন্য দর্লীয় সমর্থন চান মোট ১৬ জন। আওয়ামীলীগের দর্লীয় প্রাথী হিসাবে কাকে নমিনেশন দেওয়া যায় তারই ধারাবাহিকতা মাননীয় অর্থমন্ত্রী আ,হ,ম, মোস্তফা কামাল লোটাস কামাল এফসিএ সবার সাথে ভারর্চয়ালী কথা বলবেন এবং দিকনির্দেশনা দিবেন। কিন্তুু উপস্থিত থাক উপজেলা নেতৃবৃন্দুরা মন্ত্রী মহোদয়র সাথে মতবিনিময় না করে একক সিদ্ধান্ত দেয় যে কাউন্সিল মাধ্যমে ভোট গ্রহন করে দর্লীয় প্রার্থী ঘোষণা করবেন। পরে চেয়ারম্যান প্রার্থী ১৬ জনের মধ্যে ৮ জন প্রবীন আওয়ামীলীগ নেতা ২ দিন সময় চায় উপজেলা নেতৃবৃন্দুদের কাছ। কিন্তুু উপজেলা নেতৃবৃন্দু তাদেরকে সময় দিতে পারবেনা বলে অসমতি জানিয়ে ভোট গ্রহন শুরু করলে ৮ জন ঐ এলাকার প্রবীণ আওয়ামীলীগে নেতা সভাস্থল ত্যাগ করেন। এবং তারা বলেন আমরা উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দের কে অনুরোধ করে বলি যে আপনারা কাউন্সিল করবেন ঠিক আছে আমাদের কে সময় দেন যারা আমাদের ভোটার তাদের কাছে গিয়ে আমাদের ভোটটা যেন চেয়ে নিতে পারি কিন্তু নেতৃবৃন্দুরা আমাদের সে সময়টুকু দিল না।
প্রবীণ আওয়ামীলীগে ৮ প্রার্থীরা সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, লালমাই উপজেলা আওয়ামীলীগে নেতৃবৃন্দুরা গত কিছুদিন ধরে তাদের একক প্রার্থী কামাল হোসেন দুলাল কে একক প্রার্থী ঘোষনা করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে আসছে,আমরা আমাদের প্রিয় অভিবাবক আমাদের অহংকার মাননীয় অর্থমন্ত্রী আ,হ,ম মোস্তফা কামাল লোটাস কামাল এফসিএ মহোদয় একান্ত হস্তক্ষেপ কামনা করছি।
প্রবীণ আওয়ামীলীগে ৮ প্রার্থীরা হলেন,বীর মুক্তিযোদ্ধা দীন মোহাম্মদ, এনামুল হক বাচ্চু,লোকমান হোসেন,সাবেক চেয়াম্যান এম এ হাসেম,আবু জাফর সালেহ,অহিদুর রহমান মাসুম, কাজী রবিউল, হুমায়ুন আহম্মদ