মাসুদ রানা:
ইতিহাসের সব চেয়ে বড় মহামারি করোনা ভাইরাস, শান্তি নেই মানুষের মনে, স্থব্ধ হয়ে আছে জন জীবন। দেশের ক্লান্তি লগ্নে লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নে ছোট শরীফপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবাক ফয়সাল মাহমুদের নিজ চেষ্টায়, কলেজে পড়ুয়া প্রায় ৫০ জন ছাত্রকে ঈদ উপহার পৌছে দিয়েছেন। জানাযায়, সহ-কর্মী ছাত্রলীগ ভাইদের কল পেলে সাথে সাথে নিজের মোটরবাইক নিয়ে ছুটে যান ফয়সাল মাহমুদ, করোনা প্রাদুর্ভাব থেকে শুরু করে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন এই ছাত্রলীগ নেতা।
ঈদ উপহার সামগ্রীর মাঝে রয়েছে, মুরগি ১টি, পেয়াজ, আলু, সেমাই, চিনি। জানতে চাইলে আগামীদিনে সকল প্রকার বিপদে ও ছাত্রলীগ ভাইদের পাশে থাকবে বলে জানান।