-প্রেস বিজ্ঞপ্তিঃ-
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলার সহ-সভাপতি ও জামায়াতে ইসলামী লালমাই উপজেলার কর্মপরিষদ সদস্য মরহুম মাওঃ জহিরুল হকের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। লালমাই উপজেলাধীন চৌদ্দদোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১৭/০৫/২২ ইং বিকেল ৩ঃ৩০ ঘটিকায় মরহুমের জানাজা সম্পন্ন হয়।
বিশিষ্ট আলেমেদ্বীন মাওঃ আব্দুন নুরের পরিচালনায়, – এতে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলার আমীর জননেতা খন্দকার দেলোয়ার হোসেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য পেশ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব প্রফেসর রফিকুল ইসলাম ,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সেক্রেটারী ড.সৈয়দ সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, উপজেলা জামায়াতের আমির গোলাম সরওয়ার মজুমদার কামাল পরতি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রব, আল-আজহার মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইউনূস ,কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ সভাপতি মোঃ খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন ,বেলঘর উত্তরের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবুল খায়ের, বর্তমান চেয়ারম্যান জনাব আব্দুল মালেক “সেভ লালামাই” এর প্রধান পরিচালক মোহাম্মদ ইমাম হোসাইন, ডা.শাহ আলম প্রমূখ।লাকসাম গাজীমুড়া কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস মাওঃ মোঃ আব্দুল হালিম মরহুমের জানাজার নামাজের ইমামতি করেন।