লালমাই প্রতিনিধি :
কুমিল্লায় লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের জামিরা মহিলা দাখিল মাদ্রাসাটি (নন এমপিও) ২০২০ সনের দাখিল পরীক্ষায় শতভাগ পাশ করেছে। উল্লেখ্য, লালমাই উপজেলাধীন জামিরা গ্রামে একটি নিরিবিলি পরিবেশে মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত ও একটি আদর্শ সমাজ গড়ার লক্ষ্যে ১৯৯৮ ইং সনে এক মহান আদর্শকে সামনে রেখে জামিরা মহিলা দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। ২০০৪ ইং সনে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক পাঠদানের অনুমতি লাভ করে এবং ২০০৭ ইং সনে প্রতিষ্ঠানটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠার শুরু থেকে অদ্যবধি সুযোগ্য শিক্ষকমন্ডলী ও পরিচালকবৃন্দ দ্বারা সুচারুরূপে প্রতিষ্ঠানটি পরিচালিত হয়ে আসছে । ২০১৮ইং সনে এমপিও নীতিমালা অনুযায়ী সকল শর্ত পূরণ করা সত্ত্বেও প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় চরম হতাশায় শিক্ষকমন্ডলী ও এলাকাবাসী। প্রতি বছর পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী ও দশম শ্রেণীর কেন্দ্রীয় পরীক্ষাগুলোতে মেধাবৃত্তি সহ শতভাগ উত্তীর্ণ হয়ে আসছে। গতকাল ৩১ মে ২০২০ তারিখের ঘোষিত দাখিল পরীক্ষায় অত্র প্রতিষ্ঠান থেকে ১৭জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই পাস করেছে। এদের মধ্যে দুইজন A+, ১২ জন A, ২ জন A(-) এবং ১ জন B গ্রেড পেয়েছে । এতে বর্তমানে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হওয়ায় অত্যন্ত জরুরি। তাছাড়া উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট অতি দ্রুত প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্ত করে প্রতিষ্ঠানটি সুন্দরভাবে পরিচালিত হওয়ার জন্য সকলের নিকট অনুরোধ করেন এলাকাবাসী।