গাজী মামুন
বৃহস্পতিবার (২৭ মে) সকাল ১০ টার দিকে লালমাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নতুন ইউএনও অজিত দেব’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ফ্রেন্ডস সোসাইটি অব লালমাই’র সদস্যরা।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ও ফ্রেন্ডস সোসাইটি অব লালমাই’র উপদেষ্টা আবদুল মোতালেব, বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান, সংগঠনের আহ্বায়ক কাউছার আলম, যুগ্ম আহ্বায়ক নাসির মজুমদার, যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ, যুগ্ম আহ্বায়ক ইমাম খান, যুগ্ম আহ্বায়ক শাহজাহান, যুগ্ম আহ্বায়ক রনি, আনিছুর রহমান, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা রাজু, যুগ্ম আহ্বায়ক শরীফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জাবেদ রানা প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব ফ্রেন্ডস্ সোসাইটির কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের সকল মানবিক ও সেবামূলক কাজে প্রশাসনিক সহযোগিতা থাকবে বলে আশ্বাস দেন।
আরো পড়ুনঃ