ডেস্ক নিউজ:-
জাতীয় পরিবেশবাদী সংগঠন সবুজ বাংলাদেশ কুমিল্লা লালমাই উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করেছেন কেন্দ্রিয় কমিটি। ১১জুন বৃহঃপ্রতিবার সকাল ১১টায় একটি প্রেস রিলিজের মাধ্যমে জানান সংগঠনটি।
কমিটির আহবায়ক-আল আমিন অয়ন,সদস্য সচিব-ফরিদ আহমদ,যুগ্ম আহবায়ক-হাফিজ রাসেল,হাজী দেলোয়ার হোসেন,মোঃ ইলিয়াস,মোঃ শাহ পরান,মো:ইউনুছ হোসেন ইনু,মো:শাহাদাত হোসেন সৈকত,মোঃতানভীর হোসাইন,পেয়ার আহাম্মেদ,মোঃশরীফুল ইসলাম,মোঃরবিউল হাসান পারভেজ,রাহান মজুমদার,মহি উদ্দিন (অভি),আল ইমরান,শরীফুল ইসলাম,আল আমিন হোসেন অপু,নাহিদ আলম শুভ,শরিফুল ইসলাম হৃদয়,সাব্বির ইসলাম,ওমর ফারুক,নাজমুল হাসান,মোঃআফসার,নজরুর বাঙ্গালী,মোঃ,আবদুল হক,তানজিদ তুহিন,মোঃহাসান,মোঃরিপন আহমেদ,শাহিন আহমেদ,সৌরভ হোসেন
কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু বলেন, তিন মাসের জন্য কুমিল্লা লালমাই উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষণা করা হইলো। কার্যক্রমের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে।
সবুজ বাংলাদেশ পরিবেশ, কৃষি, মাদকবিরোধী আন্দোলন, এবং যুব উন্নয়ন নিয়ে সারা দেশে কাজ করে যাচ্ছে এক ঝাঁক তরুনদের অংশগ্রহণে।
আরো পড়ুনঃ