লালমাইয়ে পরিবেশ দিবসে আবু তাহের রনির উদ্যোগে চারা গাছ রোপণ

 

মাসুদ রানা:
“গাছ লাগান, পরিবেশ বাঁচান” লালমাই উপজেলা আ’ লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ভূলইন উত্তর ইউনিয়নের হলদিয়া গ্রামের আবু তাহের রনির কথা। ছোট বেলা থেকে অনেক পরিশ্রম করে বেড়ে উঠা জীবনের গল্পের এক প্রতিচ্ছবি ওনি, দারিদ্রকে অনেক কাছ থেকে মোকাবেলায় করেছেন লোকটি।

বৃক্ষরোপন থেকে শুরু করে যুগের পর যুগ পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য প্রতিষ্ঠিত করেছেন হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থা। পরিবেশের উপরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ২০১৩ সালে বাংলাদেশ সরকার কর্তৃক শ্রেষ্ঠ এনজিও হিসেবে ঘোষিত হয় তার প্রতিষ্ঠিত হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থাটি এবং ২০১৮ সালে যুব ক্রীড়া মন্ত্রনালয়ের অধিনেও শ্রেষ্ঠ যুব সংগঠন হিসেবে স্বীকৃতি লাভ করে সংগঠনটি। আজ ৫ই জুন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও লালমাই উপজেলা আ’ লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তাহের রনি রহমত আলী মিয়াজী উচ্চ বিদ্যায়লের রাস্তার দু’ পাশে বট গাছ ও বকুল ফুল গাছ রোপন করেন। জানা যায়, করোনা মহামারির কারনে জনসমাগম এড়িয়ে সামাজিক দূরত্ব মেনে সারা উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের রাস্তার পাশে ১ শত বট গাছ ও ১ শত বকুল ফুল গাছ রোপন করবেন তিনি। জানতে চাইলে আবু তাহের রনি বলেন, আজ বিশ্ব পরিবেশ দিবস, তাই অতীতের ন্যায় এবারেও আমি নিজস্ব অর্থায়নে উপজেলার বিভিন্ন স্থানে চারা গাছ রোপন করবো। আর দেশের প্রতিটা মানুষকে বলবো পরিবেশ রক্ষায় এগিয়ে আসার জন্য।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১