–জামাল হোসেন (বেলঘর)
লালমাইয়ে পাগলা কুকুরের কামড়ে শিশু ও বৃদ্ধসহ ৪ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের কৈয়ারা ও প্রেমনল গ্রামের বিভিন্ন স্থানে একটি পাগলা কুকুর তাদের কামড়ে আহত করে।
আহতরা হলেন- কৈয়ারা গ্রামের সৌদি প্রবাসী রমজান আলির ছেলে মাদরাসা ছাত্র মোঃ আরাফাত হোসেন(১০), প্রেমনল গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে মেহেদি হাসান(১১), মৃত আবিদ আলির ছেলে মমতাজ মিয়া(৬৫) এবং একই গ্রামের শহিদ উল্লাহ এর মাতা মাঞ্জুমা বেগম(৬০)।
আহতদের একজনকে পার্শ্ববর্তী লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুমিল্লা জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ও টিকা দেওয়া হয়েছে।
৪ জনকে কামড়ের পর আরো মানুষকে আক্রমণ করলে এলাকাবাসী লাঠিসোটা দিয়ে কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন।
এদের মধ্যে গুরুতর আহত বৃদ্ধা মাঞ্জুমা বেগম(৬০) কে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে লালমাই উপজেলা স্বাস্থ্য সহকারী উজ্জ্বল সিংহ মুঠোফোনে বলেন, “শুক্রবার হাসপাতাল বন্ধ থাকায় কুকুরের কামড়ে আহতের বিষয়টি অবগত নয়। তাছাড়া কুকুরে কামড়ের টিকা জেলা সদর হাসপাতাল ব্যাতিত কোথাও পাওয়া যায়না। পরবর্তীতে কেউ এধরণের পাগলা কুকুরের কামড়ের স্বীকার হলে তারা যেন দেরি না করে তাৎক্ষণিক জেলা সদর হাসপাতালে নিয়ে যান।”
আরো পড়ুনঃ