মোঃ আনোয়ার হোসেনঃ
“মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়ন আমাদের অঙ্গীকার”এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক টাওয়ার এর ২য় তলায় জনাব সহিদ আহমেদ বাবুল এর সভাপতিত্বে এবং মোঃ জাবেদুর রহমান রুবেল এর সঞ্চালনায় লালমাই উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর পূর্নাঙ্গ কমিটির পরিচিতি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আমিনুল হক, লালমাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াতুল্লাহ, মুক্তিযোদ্ধা আবুল হাসেম,মুক্তিযোদ্ধা আবুল কাশেম,মুক্তিযোদ্ধা আবদুল মন্নান,মুক্তিযোদ্ধা হাসমত আলী,মুক্তিযোদ্ধা আবুল খায়ের মজুমদার।
এসময় আরো উপস্থিত ছিলেন লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সহ সভাপতি মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফারুক আহমেদ, মোঃমনির হোসেন, মোঃআলমগীর হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রেদোয়ান হোসেন,দপ্তর সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,প্রচার ওপ্রকাশনা সম্পাদক মোঃ শামীম, ত্রান সম্পাদক মোঃ রায়হান, তথ্য সম্পাদক মোঃ সুমন,পরিমল বিশ্বাস প্রমুখ।
এসময় বীর মুক্তিযোদ্ধা জনাব আমিনুল হক বলেন, আমাদের অসমাপ্ত কাজ মুক্তিযোদ্ধা প্রজন্ম সন্তানদের দায়িত্ব নিয়ে শেষ করতে হবে। এছাড়া প্রত্যেক ইউনিয়নে মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহবায়ক কমিটি করারও আহবান জানান তিনি।