লালমাইয়ে যুবলীগ নেতা ভুট্টু ও সদর দঃ উপজেলা চেয়ারম্যানের করোনা শনাক্ত! দোয়া কামনা!

-অনলাইন ডেস্কঃ
সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহবায়ক লালমাই উপজেলার পরিশ্রমই যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টো এর করোনা পজেটিভ এসেছে। শুক্রবার রাতে মুঠোফোনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

তবে বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ অবস্থায় বাগমারা বাজারে তার নিজ বাসাতেই আইসোলেশনে আছেন বলে জানিয়েছেন।করোনা জয় করে যেন লালমাই বাসীর সেবায় নিয়োজিত হতে পারেন তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন কাজী কামরুল কামরুল হাসান ভুট্টো।
এছাড়াও
অর্থমন্ত্রীর বড় ভাই কুমিল্লার লালমাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হামিদ পর এবার ছোট ভাই কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে ।। শুক্রবার সন্ধ্যায় মুঠোফোনে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ্য অবস্থায় দুতিয়াপুরস্থ নিজ বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন।করোনা জয় করে খুব শীঘ্রই সুস্থ্য হয়ে যাতে সদর দক্ষিণ উপজেলা বাসির সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন সেজন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।

গত ১৪ ও ১৫ জুন,২০২০ তারিখে লালমাই উপজেলায় সংগৃহীত ১৯টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, যার মধ্যে বাগমারা উত্তরের ০৩ জন ও
বাগমারা দক্ষিণের ০৩ জন কোভিড১৯ পজিটিভ হয়েছেন, বাকি ১৩ জন করোনানেগেটিভ।
করোনাপজিটিভ সনাক্ত ব্যক্তির বাড়ী লকডাউন করা হয়েছে।
তারা স্বাস্থ্য বিভাগের নিবিড় তত্বাবধানে অাছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,
লালমাই উপজেলায় সংগৃহীত মোট ৩৪৯টি নমুনার মধ্যে ৩১২জনের ফলাফল পাওয়া গেছে, বাকিদের রিপোর্ট অপেক্ষমাণ আছে।

এ নিয়ে লালমাই উপজেলায় করোনাপজিটিভ সনাক্ত হয়েছেন ২৯ জন।
এদের মধ্যে বাগমারা হাসপাতালে ০২ জন, লালমাই থানায় ০৬ জন, ১নং বাগমারা উত্তর ০৫ জন, ২নং বাগমারা দক্ষিণে ০৭ জন, ৩নং ভুলইন উত্তরে ০৫ জন, ৪নং ভুলইন দক্ষিণে ০১ জন, ৫নং পেরুল উত্তর : ০০,৬নং পেরুল দক্ষিণ : ০০, ৭ নং বেলঘর উত্তরে ০১ জন, ৮নং বেলঘর দক্ষিণে ০১ জন, ৯ নং বাকই উত্তরে ০১ আক্রান্ত। এছাড়াও উপজেলায় করোনায় মৃত্যু হয়েছে দুজনের এবংসুস্থ হয়েছেন ০৫ জন।
লালমাই উপজেলা নির্বাহি অফিসার কে এম ইয়াসির আরাফাত বলেন,
স্বাস্থ্যবিধি মেনে না চললে
এটা যে কারো হতে পারে।অাতংকিত হবেন না,
স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলুন।
অন্যকেও মেনে চলতে পরামর্শ দিন।সবাই ঘরের বাইরে বাধ্যতামূলক মাস্ক পরিধান করুন।নিরাপদে থাকুন।মহান অাল্লাহ অামাদের রহম করুন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১