লালমাইয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের সফলতা,শোক দিবসে ৬ লক্ষাধিক টাকা ঋণ বিতরণ

 

-রিয়াজ মোর্শেদ মাসুদ(বিশেষ প্রতিনিধি)
কুমিল্লা জেলার লালমাই উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের সফলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার স্ব-পরিবারের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর 15জন প্রশিক্ষণ প্রাপ্ত যুবদের মাঝে 6,70,000/-(ছয় লক্ষ সত্তর হাজার) টাকা ঋণ বিতরণ করে।

নবগঠিত লালমাই উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর কার্যক্রম শুরু করে 2017সালের 27ই মার্চ।

কার্যক্রম শুরুর পর থেকে এই পর্যান্ত মোট 775 জন বেকার যুবদের বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষিত 79জন যুবদের মাঝে 34,30,000/-(চয়ত্রিশ লক্ষ ত্রিশ হাজার) টাকা 5% সার্ভিস চার্জে ঋণ সুবিধা দেওয়া হয়েছে।
লালমাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, উপজেলার শিক্ষিত, অর্ধ-শিক্ষিত, স্ব-শিক্ষিত প্রচ্ছন্ন বেকার যুবদের উদ্ভুদ্ধ করে বিভিন্ন দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্নকর্ম সংস্থান মূলক প্রকল্প গ্রহনে উৎসাহিত করার জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।
প্রশিক্ষণ প্রাপ্ত প্রকল্পধারীদের জন্য 5% সার্ভিস চার্জে ঋণ সুবিধা দেওয়া হবে।
স্থানীয় সুশীল সমাজের প্রত্যাশা, অর্থমন্ত্রীর স্বপ্নের উপজেলা লালমাইতে যেন বেকার যুব না থাকে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১