লালমাইয়ে সাংবাদিকদের সুরক্ষার জন্য পিপিই প্রদান করেন মুক্তিযুদ্ধা আমিনুল হক!

 

মাসুদ রানা:
দেশের সংকট মূহুর্তে সবাই যখন সরকারি নির্দেশনা মেনে হোম কোয়ারেন্টাইনে থাকার কথা। ঠিক তখনি প্রশাসনের পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেঁড়াচ্ছেন সাংবাদিকরা। বিরামহীন ছুটে চলার কোন অন্ত নেই বল্লেই চলে। গতকাল ৬ই মে যুক্তরাজ্য লালমাই উপজেলা এসোসিয়েশনের সাধারন সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা আমিনুল হকের সুযোগ্য সন্তান রাসেল আহাম্মেদ দুলালের সহযোগিতায় সাংবাদিকদের পিপিই উপহার দেওয়া হয়। লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিনের হাত থেকে পিপিই উপহার গ্রহন করে সাংবাদিকরা। এসময় উপস্থিত ছিলেন প্রবাস বাংলা পত্রিকার সম্পাদক, মানবাধিকার কর্মী ও সদর দক্ষিণ উপজেলা আ’ লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন অপু ও লালমাই উপজেলা ফ্রেন্ডস সোসাইটির সাধারন সম্পাদক নাসির মজুমদার প্রমুখ।
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্য করে বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন বলেন, এই দেশটা আমরা অনেক কষ্ট করে স্বাধীন করেছি, তাই আপনাদেরকে বলবো সত্যের পথে, আলোর সন্ধ্যানে আপনারা এগিয়ে যাবেন আমরা আপনাদের পাশে আছি। অধ্যাপক আলমগীর হোসেন অপু বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, তাই আপনাদেরকে অতীতের ন্যায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের দৃঢ় প্রত্যয়ী হয়ে এগিয়ে যাবেন, আপনাদের কাছে সেইটুকু আশা করি।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১