লালমাইয়ে স্কুল মাঠ দখল করে রাস্তা নির্মাণ

-অনলাইন ডেস্কঃ

লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের আমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের ওপর দিয়ে জোর করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে সমস্যা হচ্ছে শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীরচর্চায়। এ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ

সৃষ্টি হয়েছে। সরেজমিনে জানা যায়, নিশ্চিন্তপুর থেকে আমুয়া চৌমুহনী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়ক মেরামত কাজ করেন ঠিকাদারি প্রতিষ্ঠান।

কাজ শুরুর পর স্থানীয় প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন মহল বিদ্যালয়ের ওপর দিয়ে রাস্তা নির্মাণ না করার পরামর্শ দেন ঠিকাদারি প্রতিষ্ঠানকে। কিন্তু তারা কারও কথা না শুনে স্কুল মাঠের ওপর দিয়েই রাস্তা নির্মাণ করেন। বিদ্যালয়ের দাতা সদস্য তৌহিদ বলেন, সড়কের জন্য
রেকর্ডভুক্ত জায়গা দিয়ে রাস্তা না নিয়ে স্কুলের মাঠের ওপর দিয়ে করা হচ্ছে। স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান ডা. তৈয়ব আলী বলেন, উপজেলা প্রকৌশলী ঘটনাস্থলে এসে ঠিকাদারকে বিদ্যালয়ের জায়গা বাদ দিয়ে

রাস্তা নির্মাণ করার জন্য বলেছিলেন। উপজেলা প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, ‘আমি বিদ্যালয়ের স্বার্থে রাস্তাটি

আরও দক্ষিণ দিক দিয়ে করার পরামর্শ দিয়েছি। ’

সুত্রঃ বাংলাদেশ প্রতিদিন

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১