লালমাইয়ে স্বাস্থ্য ও সরকারি বিধি না মানায় ১৯ ব্যাবসায়ীকে জরিমানা

-আজকের লালমাই ডেস্কঃ-
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের লক্ষে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি না মানা,বিকেল চারটার পর দোকান খোলা রাখা ও মাস্ক পরিধান না করায় বাগমারা বাজার,ভুশ্চিবাজার,অাটিটি বাজার ও হরিশ্চর বাজারে ১৯ জন দোকানদারকে ৮০,৫০০ টাকা অর্থদণ্ড ও সতর্ক করলেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট!

সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা মনিটরিং এর জন্য কুৃমিল্লা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জনাব মোহাম্মদ অাবদুল মান্নান অাজ বিকেল ৪.৩০ টা হতে সন্ধ্যা ০৭.৩০ টা পর্যন্ত একটানা লালমাই এর বিভিন্ন বাজারে অাকস্মিক মোবাইল কোর্ট পরিচালনা করেন।

 

এসময় স্বাস্থ্যবিধি না মানা,বিকেল চারটার পর সরকারী নির্দশনা অমান্য করে দোকান খোলা রাখা ও মাস্ক পরিধান না করায় বাগমারা বাজার,ভুশ্চিবাজার,অাটিটি বাজার ও হরিশ্চর বাজারে ১৯ জন দোকানদারকে সংক্রামক রোগ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) অাইন,২০১৮ এ মোট ৮০,৫০০ টাকা অর্থদন্ড ও সতর্ক করেন।
পরে জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট গণপরিবহনে স্বাস্হ্যবিধি মানা হচ্ছে কিনা তা তদারক করেন এবং ড্রাইবার ও যাত্রীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
স্বাস্থ্যবিধি মেনে দোকানে ক্রয়বিক্রয় করার জন্য ও বিকেল চারটার পর দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।
এই সময় প্রসিকিউশনে সহায়তা করে লালমাই থানা পুলিশ।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১