লালমাইয়ে ২ পুলিশ সহ নতুন আক্রান্ত ৩, উপজেলায় মোট আক্রান্ত ৪৫ জন।

-আজকের লালমাই ডেস্কঃ- (ফাইল ফটো)
বৈশ্বিক মহামারী নোবেল করোনা আক্রান্ত দিনে দিনে বেড়েই চলছে,আশংকাজনক অবস্থায় রয়েছে লালমাই উপজেলা।
গত ২০শে জুন, ২০২০ তারিখে লালমাই উপজেলায় সংগৃহীত নমুনার মধ্যে চারজনের কোভিড১৯ পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে,
এদের মধ্যে লালমাই থানার একজনের দ্বিতীয় নমুনার ফলাফলও পজিটিভ শনাক্ত হয়েছেন।
এছাড়া লালমাই থানার ০২ জন ও বাগমারা দক্ষিণের ০১ জন করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত।
করোনাপজিটিভ সনাক্ত ব্যক্তিরা হোম অাইসোলেশনে অাছেন। তারা স্বাস্থ্য বিভাগের নিবিড় তত্বাবধানে অাছেন।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে,
লালমাই উপজেলায় সংগৃহীত মোট ৪২১ টি নমুনার মধ্যে ৩৬০ জনের ফলাফল পাওয়া গেছে, বাকিদের রিপোর্ট অপেক্ষমাণ আছে। এ নিয়ে লালমাই উপজেলায় করোনাপজিটিভ সনাক্ত হয়েছেন ৪৫ জন। মৃত্যু বরণ করেছে দুজন,সুস্থ হয়েছে ০৬ জন।
আক্রান্তদের মধ্যে রয়েছে,
বাগমারা হাসপাতাল : ০২
লালমাই থানা : ১০
১নং বাগমারা উত্তর : ০৮
২নং বাগমারা দক্ষিণ : ১৩
৩নং ভুলইন উত্তর : ০৫
৪নং ভুলইন দক্ষিণ :০৩
৫নং পেরুল উত্তর : ০০
৬নং পেরুল দক্ষিণ : ০০
৭ নং বেলঘর উত্তর : ০২
৮নং বেলঘর দক্ষিণ : ০১
৯ নং বাকই উত্তর ঃ ১

লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত বলেন, স্বাস্থ্যবিধি মেনে না চললে
এটা যে কারো হতে পারে,অাতংকিত হবেন না,
স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলুন।
অন্যকেও মেনে চলতে পরামর্শ দিন।
সবাই ঘরের বাইরে বাধ্যতামূলক মাস্ক পরিধান করুন।নিরাপদে থাকুন।মহান অাল্লাহ অামাদের রহম করুন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১