-আজকের লালমাই ডেস্কঃ
বাংলাদেশ অানসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনী,কুৃমিল্লা কর্তৃক অায়োজিত লালমাই উপজেলায় কর্মহীন অানসার বাহিনীর ৩০০ সদস্যের মাঝে খাদ্যসহায়তা বিতরণ করা হয়।
১০ই মে রবিবার বাগমারা অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ মাঠে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এই সময় খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্ভোধন করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার কে.এম.ইয়াসির আরাফাত।
লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা ইয়াসির আরাফাত অানসার সদস্যদের উদ্দ্যেশ্য বলেন, করোনাভাইরাস এর সংক্রমণ প্রতিরোধে অাপনারা নিজে সতর্ক হোন,অন্যদের সচেতন করবেন।
নিজের পরিবারকে নিরাপদ রাখুন।সমাজকে নিরাপদ থাকতে সচেতন করুন।
এসময় জেলা অানসার ভিডিপি কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন অফিসার,উপজেলা অানসার ভিডিপি কর্মকর্তা,অধ্যক্ষ অাবুল কালাম মজুমদার মহিলা কলেজের প্রিন্সিপাল সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।