-আজকের লালমাইঃ
করোনাভাইরাস সংক্রমণে কর্মহীন হয়ে পড়া লালমাই উপজেলার ৪০ জন রেষ্টুরেন্ট কর্মী ও ৯ রজককে(ধোপা)কে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার খাদ্যসহায়তা প্রদান।
২৪শে মে রবিবার উপজেলা প্রাঙ্গণে করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট দূর্যোগময় পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া লালমাই উপজেলার ৪০ জন রেষ্টুরেন্ট শ্রমিক ও ৯ জন ধোপাকে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার খাদ্যসহায়তা প্রদান করেন উপজেলা প্রশাসন,লালমাই।
রবিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সরকারের পক্ষে খাদ্য উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম ইয়াসির আরাফাত।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মো মুনিরুল ইসলাম। ,৫নং পেরুল উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মো অাবুল বাসার ও রেষ্টুরেন্ট মালিকসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।