-রুহুল আমিন (লালমাই সদর)
আজ ২০ শে জানুয়ারী লালমাই উপজেলা পেরুল উত্তর ইউনিয়ন আলীশ্বর নামক স্থানে হাঁসবাহী পিকআপ মালবাহী কাভার্ড ভ্যান’র মুখামুখি সংঘর্ষে ফলে সড়ক দুর্ঘটনায় ঘঠে স্থানীয় সূত্র যানাযায় আজ বুধবার আনুমানিক সকাল ৬ টায় লাকসাম গামী ঢাকা মেট্রো ন ১৭-৬৯১৯ পিকাপের সাথে ঢাকাগামী মালবাহী কাভার্ড ভ্যান ঢাকা মেট্রো উ ১১-৪৯১২ সংর্ঘষের ফলে এক হাঁস ব্যবসায়ী ঘঠনাস্থলে নিহত হন।
এই ঘটনায় দুই জন আহত হয়, আহত ব্যাক্তিদের লাকসাম জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়েছে। নিহত ব্যাক্তি নেত্রকোনা জেলা মদন থানা কোটের কোনা গ্রামের ইব্রাহিমের ছেলে মাজু।খবর পেয়ে লালমাই থানার এস আই কামাল সঙ্গীফোর্স নিয়ে ঘটনা স্থলে পৌঁছে এবং লালমাই হাইওয়ে পুলিশের ঘটনা স্থলে পৌঁছে নিহত ব্যক্তির লাশ ও দুটি গাড়ী উদ্ধার করে।
আরো পড়ুনঃ