-গত ০৮ মে লালমাই উপজেলার প্রথম করোনা পজিটিভ রোগি ২ মাস বয়সি লামিয়ার দ্বিতীয় স্যাম্পলের পরীক্ষার ফলাফল আজ পাওয়া গেছে।
শুখবর হচ্ছে শিশু লামিয়া এখন কোভিড১৯ নেগেটিভ।
গত ১৬ মে,২০২০ তারিখে লালমাই উপজেলায় সংগৃহীত ২৪টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে যার সবগুলোই নিগেটিভ। এর মধ্যে পূর্বে পাওয়া করোনা পজিটিভ দুই মাস বয়সী শিশু লামিয়ার দ্বিতীয় নমুনার পরীক্ষার ফলাফল নিগেটিভ এসেছে এবং তার পরিবারের সব সদস্যের নমুনা পরীক্ষার ফলাফল নিগেটিভ।
অন্য দিকে উপজেলার অন্য এক শিশু করোনা পজিটিভ দুই বছর বয়সী নাবিলার বাড়ির সকল সদস্যের নমুনা পরীক্ষার ফলাফল নিগেটিভ এসেছে।
ইউএনও ইয়াসির আরাফাত বলেন,লামিয়া ও নাবিলার অাবার স্যাম্পল পরীক্ষা করা হবে,
অাশা করি তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন,
মনে রাখবেন স্বাস্থ্যবিধি মেনে না চললে
এটা যে কারো হতে পারে।অাতংকিত হবেন না,
স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলুন।
অন্যকেও মেনে চলতে পরামর্শ দিন।
সবাই ঘরে থাকুন
নিরাপদে থাকুন