লালমাই উপজেলায় নতুন করে চার জনের শরীরে করোনা শনাক্ত!

 

নাফিউ জামান নাফিজ

লালমাই উপজেলায় নতুন করে আরও চার জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
আজ ০৩ জুন,২০২০ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নভেল করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জনাব কে.এম.ইয়াসির আরাফাত।

নতুন চার (০৪) জন নিয়ে লালমাই উপজেলায় ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে করোনা শনাক্তদের মধ্যে একজনের নাম মোঃ তৌহিদ।তিনি বাগমারা ভূমি অফিসের সহকারী তহশীলদার।তিনি কুমিল্লা শহরে অবস্থান করছেন।

অন্যদিকে বাকি তিনজন একই পরিবারের।তারা হলেন বাহারউদ্দিন,তার স্ত্রী ও তাদের ৫ মাস বয়সী শিশু কন্যা। তারা ০৩ নং ভুলইন উত্তর ইউনিয়নের ছোট চলুন্ডা গ্রামের বাসিন্দা।তাদের পরিবারকে লকডাউন করা হয়েছে।এ অবস্থায় কেউ বাড়ির বাহিরে যাবে না এবং কেউ প্রবেশ করবে না।এছাড়া একই ইউনিয়নের বড় চলুন্ডা গ্রামের কোভিড-১৯ পজেটিভ দুই বছরের শিশু নাবিলার তৃতীয় নমুনা পরীক্ষার ফলাফলও নেগেটিভ এসেছে। ফলে তার বাড়ির লকডাউন প্রত্যাহার করা হয়েছে।

এদিকে,নিয়মিত মাক্স ব্যবহারের পাশাপাশি আতংকিত না হয়ে সবাইকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে এবং অন্যকেও মেনে চলার পরামর্শ দেয়ার আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নভেল করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জনাব কে. এম.ইয়াসির আরাফাত।

উল্লেখ্য, লালমাই উপজেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে একজন মৃত্যুবরণ করে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১