লালমাই উপজেলায় সরকারের উন্নয়ন কর্মকান্ড, কৃষি খাতে নব-দিগন্ত

 

রিয়াজ মোর্শেদ মাসুদঃ কুমিল্লা জেলার লালমাই উপজেলায় সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হচ্ছে। নবগঠিত লালমাই উপজেলায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কার্যক্রম শুরুর পর থেকে কৃষি খ্যাতে নতুন দিগন্ত সৃষ্টি হয়।

লালমাই কৃষি অফিস সূত্রে জানা যায়, 50% সরকারি ভর্তুকীতে ভুলইন উত্তর ইউনিয়নের উত্তর হাজাতিয়া গ্রামের কৃষক মোঃ অলি উল্লাহকে 1টি কম্বাইন্ড হারবেষ্টার মেশিন ক্রয় করে দেওয়া হয়।

উক্ত মেশিনটি দিয়ে মাধ থেকে ধান কেটে মাড়াই করে বস্তাবন্দি করা যায়। এতে কৃষকের অনেক স্বাশয় হয়।

যন্ত্রটির বাজার মূল্য প্রায় 30 লক্ষ টাকা। মেশিনটি ক্রয়ে কৃষককে সরকার ভর্তুকী দিয়েছে 14লক্ষ টাকা।
কৃষি ডিজিটাল যন্ত্রের মাধ্যমে প্রতি 100শতক জমির ধান কেটে ঝাড়াই মাড়াই করতে সময় লাগে 1ঘন্টা 30মিনিট এবং খরচ হয় মাত্র 6500/-টাকা।

এর ফলে কৃষকের মূল্যবান সময় ও অর্থ উভয়ের স্বাশয় হয়েছে।অন্য দিকে উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের নাটোপাড়া গ্রামের কৃষক মোঃ আবু বকরকে 50% সরকারী ভর্তুকীতে একটি রিপার মেশিন ক্রয় করে দেওয়া হয়।রিপার মেশিনটির দাম 19লক্ষ টাকা, কৃষক দিয়েছে 9লক্ষ টাকা ও সরকার ভর্তুকী দিয়েছে 10লক্ষ টাকা।এই ধান কাটার মেশিন দিয়ে 1 হেক্টর জমির ধান কাটতে একজন শ্রমিকই যথেষ্ট। লালমাই উপজেলায় মোট কৃষক পরিবারের সংখ্যা প্রায় 32হাজার।
2019-20 অর্থবছরে উপজেলায় গত আউশ মৌসুমে মোট 600জন কৃষকের মাঝে জনপ্রতি 5কেজি উন্নত মানের ধান বীজ, 10কেজি এমওপি সার এবং 20 কেজি ডিওপি সার বিনামূল্যে আউশ প্রনোদনা হিসেবে বিতরণ করা হয়েছে।
গত অর্থবছরে প্রায় 7লক্ষ 50হাজার মেট্টিক টন এর বেশি ধান উৎপাদিত হয়েছে, যার বাজার মূল্য প্রায় 8/-(আট) কোটি টাকা।
সবজি আবাদ হয় প্রায় 9হাজার 5শত মেট্টিক টন, যার বাজার মূল্য প্রায় 14 কোটি টাকা।
এব্যাপারে লালমাই উপজেলা কৃষি অফিসার মোঃ জুনায়েদ কবির খান বলেন, 9টি ইউনিয়নে 13জন উপসহকারী কৃষি অফিসার কৃষকদের উন্নয়নে অকান্ত পরিশ্রম করে আসছেন।
উপজেলায় কৃষকদের বিভিন্ন সময়ে সভা, সেমিনার, উঠান বৈঠক, দলিয় মিটিং এবং বিভিন্ন সময়ে ফসলের মাঠ দিবসের মাধ্যমে উদ্বুদ্ধকরণের কারনে এখন পর্যন্ত প্রায় 60% থেকে 65% পর্যন্ত বিষমুক্ত সবজি উৎপাদন করা সম্বব হচ্ছে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১