লালমাই উপজেলা প্রশাসনের কর্মচারীদের কর্মবিরতি,ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম

প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলা প্রশাসনের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরণের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) লালমাই উপজেলা জেলা শাখা।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ রবিবার সকাল থেকে দিনব্যাপী লালমাই উপজেলা প্রশাসন কার্যালয় চত্বরে এই কর্মবিরতি পালিত হয়।
বাকাসস কুমিল্লা জেলা শাখার সদস্য উপজেলা নাজির রতন কুমার সিংহের সভাপতিত্বে কর্মবিরতিচলাকালে বক্তব্য রাখেন সমিতির সদস্য সাইফুল ইসলাম , সদস্য আসাদুজ্জামান, সালাম মজুমদার (ভূমি) আতিকুর রহমান সরকার (ভূমি নাজির) প্রমুখ।
এই দিকে উপজেলা প্রশাসনের কর্মচারীদের উপরোক্ত দাবীর সাথে একাত্মতা প্রকাশ করে দ্রুত সময়ের মধ্যে তাদের সকল দাবী
মেনে নেয়ার আহব্বান জানিয়েছেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার,দ্রুত সময়ে এই অচলাবস্থা সমাধান না করা হলে জনগন এই করোনা কালে প্রশাসনের
সেবা থেকে বঞ্চিত হবে বলে তিনি জানান।
কর্মবিরতিতে অবস্থান কারী  বক্তারা দ্রুত সময়ের মধ্যে মাঠ পর্যায়ে, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতীকরণের দাবি মেনে নেওয়ার আহবান জানান। অন্যথায় কর্মবিরতির সময়সীমা বাড়ানোসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। কর্মবিরতিতে উপজেলা প্রশাসনে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা অংশ নেন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১