লালমাই প্রেস ক্লাবের প্রথম পূর্ণাঙ্গ কমিটির এক বছরপূর্তি

 

-নাফিউ জামান নাফিজ (আজকের লালমাই)

লালমাই উপজেলার মানুষের আস্থার স্থান, সাংবাদিকদের মিলনস্থল লালমাই প্রেস ক্লাবের প্রথম পূর্ণাঙ্গ কমিটির প্রথম বর্ষপূর্তি আজ। ২০১৯ সালের ৪ঠা মে কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা বাজারস্থ কার্যালয়ে ১৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
২০১৮ সালের ২১ শে ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লালমাই প্রেস ক্লাব এর পদযাত্রা শুরু হয়েছিল। তার এক বছর পর ৪ঠা মে প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।


প্রথম কমিটির ১ম বর্ষপূর্তি উপলক্ষে লালমাই প্রেস ক্লাব এর পক্ষ থেকে লালমাই উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসন ও এই এলাকায় কর্মরত সকল সাংবাদিক সহ সর্বসাধারণ জনগণকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানান লালমাই প্রেস ক্লাব এর সভাপতি ডঃ শাহজাহান মজুমদার।

ডঃ শাহজাহান মজুমদার বলেন,
লালমাই প্রেস ক্লাব এর অবকাঠামো সহ সকল বিষয়ে সময় উপযোগী একটি গণমাধ্যম কর্মীদের কেন্দ্রস্থল হবে-লালমাই প্রেস ক্লাব, ইনশাআল্লাহ।
মন্ত্রী মহোদয়ের স্বপ্ন, লালমাই উপজেলাকে একটি রোল মডেলে পরিচিতি করে তোলা, উনার স্বপ্নের বাস্তবায়নের পাশে থাকবে লালমাই প্রেস ক্লাবের আওতাধীন সকল সাংবাদিকেরা।


তিনি আরও বলেন, আজকের এই দিনে লালমাই উপজেলার সকল সাংবাদিককে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সকল বাঁধা বিপত্তির উর্দ্ধে উঠে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা এবং সকল সাংবাদিকদের একটি প্লাটফর্মে ঐক্যবদ্ধভাবে থাকার জন্য অনুরোধ করছি।
তিনি আরও বলেন, এদিনে করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে দিনগুলোতে আপনারা সরকারি নির্দেশনা মেনে চলুন। বিনা প্রয়োজনে কেউ ঘর হতে বের হবেন না। নিজে বাঁচুন, পরিবার সমাজ রাষ্ট্রকে বাঁচান। সকলের সর্বাঙ্গীণ শুভ কামনায় করছি।

লালমাই প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন বলেন, লালমাই প্রেস ক্লাবের কার্যকরী কমিটির প্রথম বর্ষপূর্তি’র এ দিনটি আনন্দের হলেও গোটা বিশ্ব আজ স্তম্ভিত হাহাকার চারিদিকে মৃত্যুর মিছিল এযেন জিম্মি করোনা নামক ভাইরাসের কাছে।
এমনি বেদনাময় মূহুর্তে কেউ আতংকিত না হওয়ার পরামর্শ রইলো। বিগত দিনগুলোতে আপনারা যেভাবে আমাদের পাশে ছিলেন আগামী দিনগুলোতে আপনারা আমাদের পাশে থাকবেন। এমনটাই প্রত্যাশা আমাদের। আমরা আপনাদের পাশে ছিলাম আগামীতেও থাকবো। সকলের সুস্বাস্থ্য কামনা করছি।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১