লালমাই উপজেলা বাগমারা( দঃ) ইউনিয়নে ৮নং ওর্য়াডে ফতে পুর গ্রামে ‘ফতে পুর মানব কল্যান সংগঠন’ নামক একটি সংগঠনের নতুন সূচনা হয়।সংগঠনের সুচনা গঠে ফতে পুর গ্রামের নতুন প্রজম্মদের নিয়ে।গত মে মাস থেকে এই সংগঠনের যাত্রা শুরু হয়। করোনা ভাইরাস সংক্রমণে সময় গরিব অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন। উন্নয়ন মূলক কাজের ধারাবাহিকথায় আজ জনস্বার্থে বিভিন্ন পেশা শ্রেনীর ও পত্র যাত্রীদের মাঝে মাক্স বিতরণ করেন এই সংগঠন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পত্র যাত্রীদের চলাচলের পরামর্শ দেন। এই সময় উপস্থিত ছিলেন দৈনিক বাঙলার জাগরনের সাংবাদিক ও সংগঠনের সভাপতি মোঃ রুহুল আমিন সহ সভাপতি আবদুল জলিল সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম দিদার সহ সাধারণ সম্পাদক মোঃ বিজয় সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল সহ সাংগঠনিক সম্পাদক মোঃআহসান প্রচার সম্পাদক মোঃআলী দপ্তর সম্পাদক মোঃ আলম প্রবাসীবিষয়ক সম্পাদক মোঃ মুকসুদ মিয়া এই সময় সংগঠনের সকল সদস্য গন উপস্থিত ছিলেন।
“”অসহায় মানুষদের পাশে থাকা আমাদের কাজ””
“গড়ে থাকুন সুস্থ থাকুন
আপন জন কে নিরাপদ রাখুন