-কুমিল্লাস্হ লালমাই ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে ৪ঠা এপ্রিল মঙ্গলবার শহরের একটি মিলনায়তনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
লালমাই উপজেলা জামায়াতের আমীর গোলাম সরোয়ার মজুমদার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বারের বিশিষ্ট আইনজীবী কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট মোঃ শাহজাহান,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আখতার হোসেন মজুমদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি মোঃ কেফায়েত উল্লাহ,
আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুন নূর , জমজম হাউজিং এর চেয়ারম্যান মাওলানা আব্দুল মোতালেব, প্রফেসর আবু আকমাল মাসুদ মজুমদার, মোঃ কামাল হোসেন, অধ্যক্ষ মাওলানা নুরে আলম সিদ্দিকী,
মাওলানা মহিউদ্দিন, মাওলানা মফিজুর রহমান , ইসলামী ছাত্রশিবিরের কুমিল্লা জেলা পূর্বের সেক্রেটারি মোহাম্মদ নাজমুল হাসান ও কুমিল্লা মহানগরীর অফিস সম্পাদক হাসান আহমেদ প্রমুখ।
ইফতার মাহফিলে কুমিল্লাস্হ লালমাই ফোরামের ১১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয় নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা আব্দুল মোতালেব,সহ-সভাপতি প্রফেসর আবু আকমাল মাসুদ মজুমদার, সহ-সভাপতি এডভোকেট আব্দুল মোতালেব মজুমদার, সহ-সভাপতি অধ্যাপক মোর্শেদ আলম, সেক্রেটারি মোঃ কামাল হোসেন, সহ সেক্রেটারি মাওলানা জিয়াউর রহমান, সহ সেক্রেটারি মোহাম্মদ গোলাম আযম, সহ সেক্রেটারি মোঃ আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, সহ সংগঠনিক সম্পাদক ওয়াহিদুন নবী বাবলু ও প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।