– আব্দুল্লাহ আল ইমন (ডেস্ক)
-২৩ শে মার্চ, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি সরকারি আদেশ বিসিসি, জেসিসি কে সংগঠিত করে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বা বিএনসিসি প্রতিষ্ঠা করেন ।
লালমাই সরকারি কলেজ বিএনসিসি ক্যাডেট দায়িত্ব আছে কলেজের শিক্ষক লেঃ মোহাম্মদ আবদুল জলিল ও প্লাটুন কমান্ডার ফরিদা ইয়াসমিন আঁখি’র নেতৃত্বে এই প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি লেঃ মোহাম্মদ আবদুল জলিল বলেন, সকল ছাত্র-ছাত্রীর উচিত বিএনসিসি করা, কারণ বিএনসিসি সবাইকে সুশৃঙ্গল জীবন দেয়।
যারা আইন শৃঙ্খলা মানবে তারাই হবে বিএনসিসি।
অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আবুল তাহের স্যার,অধ্যাপক ফারুক আহম্মেদ সহ বিএনসিসি এর সদস্যরা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই সরকারি কলেজের ( ক্যাডেট আন্ডার অফিসার মোঃ সাদ্দাম হোসেন)CUO. আরো উপস্থিত ছিলে বাকি ক্যাডেট সদস্য ও নবিন ক্যাডেট সদস্য।