লালমাই: হাফেজদের জন্য ফ্রি,টাকা না থাকলেও মিলবে রাতের খাবার

 

-জামাল হোসেন:-

“রাতের খাবার খেতে চান, কিন্তু হাতে কোনো টাকা নেই! কোনো চিন্তা নেই,আপনি আসুন, বসুন, রাতের খাবার খেয়ে যান,কোনো টাকা দিতে হবে না।”

ভিন্ন রকমের এক হোটেল, যেখানে খাওয়ানো হয় ফ্রিতে।
পবিত্র কোরআনের হাফেজ ও খাবারে টাকা নেই এমন মানুষ জন্য। হোটেলের সামনে সাইনবোর্ড টানানো আছে এখানে কোরআনের হাফেজদেরকে ফ্রি খাওয়ানো হয়। প্রতিদিনই অসংখ্য মাদরাসার ছাত্র-শিক্ষককে ফ্রি খাবার খাওয়াচ্ছেন এক কোরআন প্রেমিক হোটেল মালিক পরিবার। বিষয়টি এলাকায় এখন বেশ আলোচিত।

জানা গেছে, কুমিল্লার লালমাই উপজেলার ভুশ্চি বাজারে বন্ধ হয়ে যাওয়া “নিউ রেডিসন হোটেল এন্ড মিনি চাইনিজ” তরুন উদ্দোক্তা “হৃদয় অনলাইন মার্ট” এর পরিচালক হৃদয় খান ‘নিউ রেডিসন এন্ড মিনি চাইনিজ’ হোটেল নামে নতুন করে চালু করেন। জেলার লালমাই উপজেলার ভুশ্চি বাজার নিউ মার্কেট (চেয়ারম্যান মার্কেট) আলোচিত এই ‘নিউ রেডিসন এন্ড মিনি চাইনিজ’ হোটেলটির অবস্থান।

 

হৃদয় অনলাইন মার্ট এর পরিচালক হৃদয় খান জানান, আমার আরো চারটি শো-রুম আছে, এই হোটেলটি গত ১৩ ফেব্রুয়ারী নতুন করে উদ্বোধনের পর সিদ্ধান্ত নিই হোটেলে প্রতিদিন কিছু হাফেজদেরকে ফ্রি খাওয়ানোর। এছাড়াও প্রতিদিন রাত ৯-১১টা পর্যন্ত প্রথম ১০ জনকে ব্যক্তিকে ফ্রি খাওয়াচ্ছি আমরা।
বিষয়টি নিয়ে এলাকায় বেশ আলোচনার জন্ম দেয়। এদিকে ওই হোটেলে হাফেজদেরকে ফ্রি খাওয়ানো হয় এমন খবর পেয়ে প্রতিদিনই আশপাশের বিভিন্ন এলাকা থেকে আসা হাফেজগণ ফ্রি খেয়ে যাচ্ছেন হোটেল থেকে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১