লালমাইয়ে ৪৪ পিছ ইয়াবা সহ মহিলা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

-রুহুল আমিন (লালমাই সদর)
গতকাল ১৬ মার্চ বুধবার রাত অনুমানিক ৮ঃ০০ টায় গোপন সংবাদের ভিত্তিতে লালমাই থানা সংলগ্ন লালমাই  থানার এস আই সাধন ও এস আই বাতেন সঙ্গীহ ফোর্স নিয়ে
অভিযান চালায় নোয়াখালী অঞ্চল মহাসড়কে। এই সময় লাকসাম থেকে ছেড়ে আসা তিশা যাত্রীবাহী বাসে তল্লাসী চালায় পুলিশ। তল্লাসী চলাকালীন সময় পুলিশ উপস্থিত টের পেয়ে এক মহিলা মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করলে্ পুলিশ তাকে আটক করে। এবং তার বডি তল্লাশী করে  ৪৪ পিচ ইয়াবা টেবলেট সংগ্রহ করে। মাদক ব্যবসায়ীর নামঃ রেনু বেগম স্বামী কবির হোসেন পিতঃ সিরাজ মিয়া মাতাঃপিরোজা বেগম গ্রামঃ গোমতী (সিতামন্তা বাদশা মিয়ার বাড়ী) উপজেলাঃ লাকসাম জেলাঃ কুমিল্লা  পুলিশ সূত্রে জানাযায় রেনু বেগম অনেক দিন যাবত মাদক ব্যবসা করে আসছে। পুলিশ তাকে অনেক দিন ধরে খুঁজছে। সে বিভিন্ন সময় স্থান পরিবর্তন করে। বর্তমানে সে তার মেয়ে জামাইর বাড়ি লাকসাম পাইকপাড়া ভাইয়া গ্রুপ ১ নাম্বার গেইট মিলন মিয়া পিতাঃ ইউনুছ মিয়া  বাড়ীতে থাকে। আজ লালমাই থানা মাদক মামলা নং ১ দিয়ে আদালতে প্রেরন করেন.

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১