শ্বশুর বাড়িতে যাওয়ার পথে জামাই নিখোঁজ

লালমাই প্রতিনিধিঃ কুমিল্লার লালমাই উপজেলার দূর্গাপুর গ্রামে শ্বশুর বাড়িতে যাওয়ার পথে জামাই নিখোঁজ হওয়ার অভিযোগ উঠেছে। পরিবার ও সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম নোয়াগাঁও গ্রামের বজলুর রহমানের ছেলে সোহেল রানা পার্শ্ববর্তী দূর্গাপুর তার শ্বশুরবাড়ি থেকে স্ত্রী ও সন্তানকে আনতে গিয়ে নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার বিষয়ে সোহেলের বাবা লালমাই থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরী করেন, সাধারন ডায়েরী নং-৯২, তারিখ-০৩-০১-২০২১খ্রিঃ। নিখোঁজের বিষয়ে সোহেলের স্ত্রী আমেনা বলেন, ঘটনার সময়ে আমার স্বামী সোহেল রানা আমাকে জোর করে সিএনজি যোগে তুলে নেওয়ার সময় আমি চিৎকার দিলে গ্রামবাসী আমাকে উদ্ধার করে। সোহেল সিএনজির ভাড়া দেওয়ার নাম করে পালিয়ে যায়, সোহেলের নামে কুমিল্লা আদালতে আমি একটি মামলা করেছি, মামলা বিচার চলমান। আমার স্বামী, শ্বশুর-শ্বাশুড়ি ও ননদ আমাকে যৌতুকের দাবিতে প্রায় মারধর করতেন, আমার সাত মাস বয়সের একটি ছেলে রয়েছে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১