সদর দক্ষিণে জামায়াতের প্রার্থীর কাছে প্রায় দেড় হাজার ভোটে পরাজিত আ’লীগ

-ডেস্কঃ-
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিবন্ধন ও দলীয় প্রতীক  হারানো বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত (সতন্ত্র)প্রার্থীর কাছে শোচনীয় পরাজয় বরণ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রার্থী।


গতকাল ২৮ নভেম্বর সোমবার সদর দক্ষিণ উপজেলা নির্বাচন অফিসের দেয়া তথ্য সুত্রে জানা যায় গতকাল অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুঃমমিনুল ইসলাম (জামায়াত)প্রায় দেড় হাজার ভোটের ব্যবধানে মোহাম্মদ মমতাজ উদ্দিন খান(আওয়ামী লীগ) কে হারিয়েছেন।
পূর্ব জোড়কানন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটের সমীকরণ ফিরিঙ্গীরহাট কেন্দ্র
জামায়াত (চশমা)-৫৩৩,আওয়ামী লীগ (নৌকা) -৪৮৬
রাজেশপুর কেন্দ্র জামায়াত(চশমা)-২০৫, আওয়ামী লীগ (নৌকা) -১০০
মথুরাপুর জামায়াত(চশমা)-১৭২,আওয়ামী লীগ —নৌকা -৮৪৫
লালবাগ কেন্দ্র জামায়াত(চশমা)-৫৪০,আওয়ামী লীগ (নৌকা)–২৯৯
গোয়ালগাঁও জামায়াত(চশমা)-৫২০,আওয়ামী লীগ(নৌকা)—৩৩২
লামপুর  কেন্দ্র জামায়াত(চশমা)-৮০৮,আওয়ামী লীগ (নৌকা)-৩০৪
কমলপুর কেন্দ্র জামায়াত(চশমা)-৫৫৫,আওয়ামী লীগ(নৌকা)-১৯৮
নির্ভয়পুর কেন্দ্র জামায়াত(চশমা)-৩০৭, আওয়ামী লীগ (নৌকা)-৩৩৭
বিরাহিমপুর কেন্দ্র জামায়াত(চশমা)-৭৩৭,আওয়ামী লীগ(নৌকা)–১৮৫
জগপুর কেন্দ্র জামায়াত(চশমা)-১২৭,আওয়ামী লীগ (নৌকা)—৯৯
মোট ভোটের ফলাফলে দেখাযায় মোঃ মুনিনুল ইসলাম(চশমা)-৪৫০৩এবং আওয়ামী লীগ(নৌকা)-৩২৮৭
এই শোচনীয় পরাজয়ে স্থানীয় আ’লীগ নেতারা বলছেন তৃনমূলের মতামতকে গুরুত্ব না দিয়ে ও সঠিক প্রার্থী বাছাই না করার কারনেই এমনটা হয়েছে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১