-আজকের লালমাই ডেস্কঃ-
শেষ হয়েছে লালমাই উপজেলার ৫ টি ইউপি নির্বাচন,বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া প্রায় সুস্থ হয়েছে এইবারের ইউপি নির্বাচন।
প্রায় ১৫ বছর পর ভোটের পরিবেশ কিছুটা হলেও সুষ্ঠু অংশগ্রহণমূলক মূলক হওয়ার ভোটারদের মাঝে দেখা দেখে ভোটের আমেজ।
যদিও আ’লীগ ছাড়া বড় দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী এই ইউপি নির্বাচনে অংশগ্রহণ করছে না।
সারাদিনের ভোটের পরিবেশের কথা বললে শুরুতেই আসবে,
কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউপির গোলাচোঁ এলাকায় নগদ ৫৭ হাজার টাকা ও নির্বাচনী কাগজপত্র ও অননোমোদিত প্রাইভেটকারসহ লালমাই উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসানকে ১৫ দিনের কারাদণ্ড ও বহিরাগত ২ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
৫ ই জানুয়ারি নির্বাচনে দায়িত্বরত মাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট মৌসুমী আক্তার এই অভিযান পরিচালনা করেন।
এছাড়া উপজেলার আমুয়া ভোট কেন্দ্রে ভোট শুরু হওয়ার আগেই নৌকায় সীল সহ ব্যালট পেপার দেখতে পায় সাংবাদিকেরা, যার ছবি ইতোমধ্যে ভাইরাল হয়ে পরেছে।
অন্যদিকে ছোটতুলা কেন্দ্রে শহর থেকে তথ্য সংগ্রহ করতে আসা এক সাংবাদিককে লাঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ পাওয়াগেছে।
জানাযায় নির্বাচনে দায়িত্ব পালন করতে আসা হোমনা উপজেলার ইউএনও রুমন দে।
লাঞ্চিত সাংবাদিক জানান,লালামাই ছোটতুলা কেন্দ্রে দায়িত্ব পালনকালে পরিচয় দেওয়ার পরও আমার সাথে চরম বাজে আচরণ করেন হোমনা ইউএনও রুমন দে আমি বিষয়টি উর্ধতন কর্মকর্তাকে জানিয়েছি।
এছাড়াও উপজেলার ৫ ইউনিয়নের প্রায় ১৩ টি কেন্দ্রে আগেই নৌকায় সীল সহ কিছু সময়ের জন্য জাল ভোট দেয়ার অভিযোগ রয়েছে,যদিও প্রশাসনের উপস্থিতিতে জাল ভোট দানকারীরা পালিয়ে যায়।
আরো পড়ুনঃ