সামাজিক সংগঠন “উদ্দীপন বাগমারা’র” পক্ষ থেকে বিনামূল্যে স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ !

 

-নাফিউ জামান(বার্তা ডেস্ক)

‘স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পড়ি, করোনার বিস্তার প্রতিরোধ করি’ এই স্লোগানকে সামনে রেখে আজ ২৯ জুলাই (বুধবার) বিকেলে লালমাই উপজেলা মাঠে অবস্থিত পশুর হাটে উদ্দীপন বাগমারা’র পক্ষ থেকে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

এ সময় উদ্দীপনের সদস্যরা পশুর হাটে আসা লোকজনকে মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রেখে হাটে পশু দাঁড় করানো, বৃদ্ধ ও শিশুদেরকে পশুর হাটে না আসতে অনুরোধ করেন এবং অজ্ঞান পার্টি ও মলম পার্টি থেকে সকলকে সর্তক থাকার জন্য পরামর্শ দেন।এছাড়া উপজেলার বাগমারা জিরো পয়েন্টে রিক্সা,ভ্যান,অটোরিকশা ও সিএনজি চালকদের মাঝেও মাস্ক বিতরণ করা হয়।

এর আগে সকালে সংগঠনটির পক্ষ থেকে বাগমারা ২০ শয্যা হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: জয়াসীস রায়ের নিকট ১০০ পলিগ্লাভস, ৫০ টি সার্জিক্যাল মাস্ক ও ২০০ সার্জিক্যাল হ্যান্ডগ্লাভস সুরক্ষার জন্য প্রদান করা হয়।

উদ্দীপন বাগমারা’র প্রতিষ্ঠাতা ও লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন (ইউনিভার্সেল কামাল) বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে মহামারী কোভিড-১৯ প্রতিরোধে আজ সাধারণ মানুষের মাঝে ১০০০ মাস্ক বিতরণ এবং স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি এবং সবাই কে আসন্ন ঈদের শুভেচ্ছা জানান।

মাস্ক বিতরণের সময় উপস্থিত ছিলেন  আদিল শাফায়াত আদনান,উদ্দীপন বাগমারার সিনিয়র সদস্য আরিফ আহমেদ,সাব্বির রহমান ও আজকের লালমাইয়ের বার্তা সম্পাদক নাফিউ জামান।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১