সৌদিআরবে বাগমারা দুতিয়াপুরের এক প্রবাসীকে হত্যা।

নিজস্ব প্রতিনিধিঃ

লালমাইয়ের বাগমারা উত্তর ইউনিয়নের দুতিয়াপুর গ্রামের এক প্রবাসীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত প্রবাসী দুতিয়াপুর গ্রামের আলী আক্কাসের ছেলে মোঃ মনির হোসেন।

জানা যায়, গত মার্চ মাসের ৩০ তারিখ নিহত মনিরের সঙ্গে তারই সহকর্মী ইয়েমেনের নাগরিকের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি হয়। কথার এক পর্যায়ে ওই ইয়েমেনের নাগরিক মনিরের মাথার পেছনে আঘাত করে এবং ঘটনাস্থলে সে মারা যায়। পরে আজ দুপুরে সৌদি আরব থেকে তার নিজ বাড়ি দুতীয়াপুর গ্রামে লাশ এসে পৌছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ সময় স্থানীয়রা জানায়, নিহত মনির খুব ভাল মনের একজন মানুষ ছিলেন কখনো তার সাথে এলাকার কারো কোন প্রকার খারাপ সম্পর্ক সৃষ্টি হয়নি আর তাই এলাকার সকলের দাবি নিহত মনির হোসেনের খুনিকে দ্রুত যেন বিচারের আওতায় আনা হয়।

উল্লেখ্য, নিহত মনির হোসেন ৪ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান। সে সৌদিআরব জেদ্দা শহর থেকে প্রায় ৬০ কি.মি. দূরে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১