স্থির হতে না হতেই বিদায় নিচ্ছেন লালমাইয়ের ইউএনও!

 

-অনলাইন ডেস্কঃ

২৬ আগষ্ট ২০২১ইং সকালে লালমাই উপজেলা ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অজিত দেব কে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা জানান লালমাই অফিসার্স ক্লাব সদস্যরা।
লালমাই অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা কৃষি অফিসার জুনায়েদ কবির খানের সঞ্চালনায় ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমাই উপজেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও বাগমারা ২০ শয্যা হাসপাতালের আরএমও আপেল আনোয়ার, এসিল্যান্ড তাজমিন আলম তুলি, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ আরিফ হাসনাত, বাগমারা হাসপাতালের মেডিকেল অফিসার দূর্লব পাল বাপ্পি, উপজেলা প্রকৌশলী উজ্জল চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার জাহানারা খানম, উপজেলা মৎস্য অফিসার মহি উদ্দিন আহমেদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার মনিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা আক্তার, সোনালী ব্যাংকের বাগমারা বাজার শাখার ম্যানেজার ছোটন দাস, বাগমারা পল্লী বিদ্যুতের ডিজিএম সাখাওয়াত হোসেন, উপজেলা সহকারি শিক্ষা অফিসার ইব্রাহিম খলিল, সাইফুল ইসলাম, উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম প্রমুখ, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক জোনায়েদ কবির খানের নেতৃত্বে অন্যান্য অফিসারগণ বিদায়ী ইউএনও কে ফুলেল শুভেচ্ছা জানান এবং সন্মাননা স্বারক ও উপহার সামগ্রী তুলে দেন,লালমাই উপজেলার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও বাগমারা ২০ শয্যা হাসপাতালের আরএমও ডাঃ আনোয়ার উল্যাহ বিদায়ী ইউএনও কে ফুলেল শুভেচ্ছা জানান এবং স্বাস্থ্য বিভাগের পক্ষে থ্যাংকস লেটার, সন্মাননা ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলে দেন।এছাড়া উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম নিজের রচিত একটি বই বিদায়ী ইউএনও কে উপহার হিসেবে তুলে দেন।

উল্লেখ্য লালমাই উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব উচ্চ শিক্ষা অর্জনের জন্য আগামী ২৯ আগষ্ট ২০২১ইং থেকে ০৫ অক্টোবর ২০২২ইং পর্যন্ত যুক্তরাজ্য অবস্থান করার সরকারি আদেশ রয়েছে।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১