লালমাই প্রতিনিধি :
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও সুবর্ণজয়ন্তী’র উপলক্ষে সকালে অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ সংলগ্ন শহীদ মিনারে মুক্তিযোদ্ধা শহীদদের স্মরণে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক একুশে সংবাদ এর সম্পাদক ড. শাহজাহান মজুমদার, অর্থ সম্পাদক প্রদীপ মজুমদার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু সালেহ মোঃ জাফর, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলমগীর হোসেন অপু, লালমাই উপজেলা জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, ছাত্রলীগের নেতা আরিফুর ইসলাম রাব্বী, সুমন বড়ুয়া ও সাব্বির সহ প্রমুখ।
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার বলেন, ২৬ শে মার্চ রক্তের দামে এসেছিল বাংলার স্বীকৃতি আর তার সিঁড়ি বেয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা।
মহান স্বাধীনতা দিবস ও সুবর্ণজয়ন্তীতে যাদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা, তাদেরকে আমরা স্মরণ করি। তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। তাই তাদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে এসেছি।