গাজী মামুন: ভালো কাজে সহযোগিতা করার মধ্য দিয়ে আল্লাহর পক্ষ থেকে নেকি অর্জন করা যায়। সেই কাজ যদি হয় মসজিদ-মাদ্রাসা নির্মাণের জন্য তাহলে তো কথাই নেই। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ২০১৫ সাল থেকেই মসজিদ-মাদ্রাসার নির্মাণ কাজ, হতদরিদ্র অসুস্থ রোগীর চিকিৎসা সেবা, গরীব পরিবারের মেয়েদের বিয়েতে সহায়তা, করোনা মহামারীতে ফ্রি অক্সিজেন সেবাসহ বিভিন্ন সেবামূলক সংগঠনে আর্থিক সহযোগিতা প্রদান করে আসছেন কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন উত্তর ইউনিয়নস্থ ৩নং ওয়ার্ড শ্রীপুর গ্রামের মরহুম হাজী করম আলীর ৭ম সন্তান সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহজাহান হোসেন রিপন।
২০০৩ সালে মাত্র বিশ বছর বয়সে ভাগ্যের পরিবর্তন ঘটাতে সৌদি আরবে পাড়ি জমান এই রেমিট্যান্স যোদ্ধা। হালাল ব্যবসায় নিজেকে আত্মনিয়োগ করে এখন মদিনা মনোয়ারার একজন সফল ব্যবসায়ী তিনি। দৈনন্দিন আয়ের একটা অংশ নিজ দেশের গরীব অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে বিলিয়ে দিতে ব্রত হন মানবসেবায়। এরই ধারাবাহিকতায় করোনা মহামারী পরিস্থিতিতে দেশ যখন বিপর্যস্থ তখনি অক্সিজেন সিলিন্ডার সেবা নিয়ে অসুস্থ রোগীদের পাশে দাঁড়ান তিনি। গত কয়েকদিন আগে নিজ ওয়ার্ড ছোট চলুন্ডা জামে মসজিদ নির্মাণ কাজে লক্ষাধিক টাকা অনুদান প্রদান করেন। তারই অংশ হিসেবে ৩০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেলে হাজতখোলা কারিয়ানা মাদ্রাসার এতিম ও হাফেজ ছাত্রদের উন্নত শিক্ষা প্রদানের লক্ষ্যে নির্মিত ভবনের অসম্পন্ন কাজ সমাপ্ত করতে অর্ধ লক্ষাধিক টাকার টাইলস ও আনুষাঙ্গিক আসবাবপত্র প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ভূলইন উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, ভূলইন উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল হোসেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমরান কবির, সাংগঠনিক সম্পাদক আবদুল মমিন মজুমদার, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, মোঃ জামাল হোসেন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, যুগ্ম আহ্বায়ক মাইন উদ্দিন মানিক, হাজতখোলা মালিক শ্রমিক সংগঠনের সভাপতি মোশারফ হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, ইউনিয়ন ছাত্রলীগ নেতা ওমর ফারুকসহ অন্যান্যরা।
আরো পড়ুনঃ