গাজী মামুন, বাংলাদেশ ছাত্রলীগ লালমাই উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় উপজেলা চত্বরে আনন্দ মিছিল করেছে লালমাই উপজেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে লালমাই উপজেলা ছাত্রলীগ কমিটি ঘোষণা করা হয়েছে। একই দিন বিকেল ৫ টায় উপজেলার অভ্যন্তরে আনন্দ মিছিল বের করেন উপজেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মিছিলটি উপজেলা দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাগমারা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে এসে নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন লালমাই উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ পরান সওদাগর শাওন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহিন।
এসময় তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন- আপনারা আমাদের ভাই। লালমাই উপজেলা ছাত্রলীগ কে সুসংগঠিত করার লক্ষ্যে আমরা কাঁধে কাধ মিলিয়ে একে অপরের পাশে থেকে কাজ করতে চাই। আপনারা নেতাদের তোষামোদি নয় বরং কর্মীদের আগলে রাখুন, তাদের মূল্যায়ন করুন, ভালোবাসুন। কুমিল্লার গণমানুষের নেতা আ হ ম মোস্তফা কামাল সাহেবের দেয়া আমানত রক্ষায় মাদক, সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত ছাত্রদের নিয়ে ইউনিয়ন কমিটিগুলো গঠন করা হবে।
আরো পড়ুনঃ