-আজ ২৯ জুলাই লালমাই উপজেলার বাগমারা বাজারে উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খিসা এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে বিভিন্ন অপরাধে মোট ১৯,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
বাজার এলাকায় ট্রাক রেখে যানজট সৃষ্টি ও জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটানোয় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৮৯ ধারায় এক ব্যক্তিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে দুই হোটেল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ১০,০০০ টাকা জরিমানা প্রদান করা হয়।
দ্রব্য মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করায় আরও দুইজন ব্যবসায়ীকে ৩৮ ধারায় ২,০০০ টাকা এবং নিষিদ্ধ পলিথিন মজুদ করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ধারায় দুই ব্যবসায়ীকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসন, লালমাই জানিয়েছে, জনস্বার্থে মোবাইল কোর্টের এ ধরনের অভিযান চলমান থাকবে।
আরো পড়ুনঃ