লালমাইয়ে করোনায় নতুন ৫ জন সহ মোট আক্রান্ত অর্ধশত

-অনলাইন ডেস্কঃ
লালমাই উপজেলায় করোনাপজিটিভ সনাক্ত মোট সংখ্যা অর্ধশত। লালমাই উপজেলায় গত ২৩শে জুন,২০২০ তারিখে সংগৃহীত নমুনা পরীক্ষার ফলাফলে আরও সাতজন কোভিড১৯ পজিটিভ হয়েছেন,
এদের মধ্যে তিনজন দ্বিতীয় নমুনা পরীক্ষায় পুনরায় পজিটিভ হয়েছেন।
এরা হলেন শিল্পী আক্তার, নুসরাত জাহান, রুবেল মজুমদার, হাসিনা বেগম,রাধাকৃষ্ণ বণিক, ইসমাইল এবং আব্দুর রহিম। নতুন আক্রান্ত হলেন চারজন। অপরদিকে কুমিল্লা জেনারেল হাসপাতালে কোভিড১৯ পজিটিভ চিকিৎসাধীন মোঃ সালামত উল্লাহর বাড়ি বেলঘর দক্ষিণ ইউনিয়নে হওয়ায় তাঁকেও লালমাই উপজেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে লালমাই উপজেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ জন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত।

করোনাপজিটিভ সনাক্ত ব্যক্তিরা হোম অাইসোলেশনে অাছেন,তারা স্বাস্থ্য বিভাগের নিবিড় তত্বাবধানে অাছেন।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,
লালমাই উপজেলায় সংগৃহীত মোট ৪২১টি নমুনার মধ্যে ৩৬৭জনের ফলাফল পাওয়া গেছে, বাকিদের রিপোর্ট অপেক্ষমাণ আছে।

এ নিয়ে লালমাই উপজেলায় করোনাপজিটিভ সনাক্ত হয়েছেন ৫০ জন,মৃত্যু সংখ্যা দুজন, সুস্থ হয়েছেন ০৬ জন।
লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত বলেন করোনা ভাইরাস নিয়ে অাতংকিত হবেন না,স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলুন।
অন্যকেও মেনে চলতে পরামর্শ দিন।সবাই ঘরের বাইরে বাধ্যতামূলক মাস্ক পরিধান করুন।নিরাপদে থাকুন।মহান অাল্লাহ অামাদের রহম করুন।
অামিন।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১