লালমাই প্রগতি সংঘের উদ্যোগে “মাদ্রাসার ছাত্রদের সাথে একদিন”

লালমাই প্রগতি সংঘের উদ্যোগে “মাদ্রাসার ছাত্রদের সাথে একদিন” নামের অনুষ্ঠান সম্পূর্ণ।

মো: মহিউদ্দিন বিন নুরু-
লালমাই প্রতিনিধি

গতকাল কুমিল্লা জেলায় লালমাই উপজেলায় শোকের মাস আগস্ট ও হিজরী নববর্ষ উপলক্ষে লালমাই প্রগতি সংঘের উদ্যােগে উপজেলার বিভিন্ন মাদ্রাসার এতিম ও হাফেজ ছাত্রদের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো: মিজানুর রহমান মজুমদার। অনুষ্ঠানে সম্মানিত মেহমান ছিলেন- লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার।

অনুষ্ঠান উদ্বোধন করেন লালমাই উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মো: রফিকুল ইসলাম বেলু। বিশেষ অতিথি ছিলেন লালমাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ: মালেক মজুমদার, কাতার প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার হোসেন সুমন,
যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন ও মো: বিল্লাল হোসেন।


আরো উপস্থিত ছিলেন লালমাই প্রগতি সংঘের আহবায়ক সদস্য জাবের হোসেন জাবেদ, ইয়াছিন আরাফাত রনি, মিশন, রায়হান, মাইনুল, মো: মহিউদ্দিন বিন নুরু সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাই প্রগতি সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মো: শরিফুল ইসলাম।
উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার, দুপুরের খাবার ও স্বাস্থ্য সচেতনতার জন্য মাস্ক বিতরণ করা হয়। ছাত্র শিক্ষকদের জন্যও ছিল উপহার সামগ্রী । সবশেষে জাতির পিতা ও সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের জন্য দোয়া করা হয়।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১